দেশে ১৩ বছরে রাজস্ব আয় বেড়েছে ৮ গুণ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৩, ২০২২
০২:২১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৩, ২০২২
০২:২১ পূর্বাহ্ন



দেশে ১৩ বছরে রাজস্ব আয় বেড়েছে ৮ গুণ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত ১৩ বছরে দেশে রাজস্ব আয় বেড়েছে ৮ গুণ। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে এনবিআরে রাজস্ব আয় দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার কোটি টাকা। আর এক যুগের ব্যবধানে কর-জিডিপির অনুপাত ৯ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ১০ দশমিক ৩ শতাংশ হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাতীয় বাজেট ২০২২-২৩ বিষয়ে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪২তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনবিআর ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এ সভার আয়োজন করে। সভায় এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সভাপতিত্ব করেন। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বাজেট প্রস্তাবনা তুলে ধরেন।

তিনি আরও বলেন, সারা দেশে এখন উন্নয়ন প্রকল্প হচ্ছে। দেশ শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। দেশের এই উন্নয়ন ও সাফল্য অর্জিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও দেশবাসীর সহযোগিতার কারণে।

অর্থমন্ত্রী আরও বলেন, রাজস্ব আয় বাড়লেও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে বিবেচনা করলে দেখা যাবে সেই তুলনায় রাজস্ব আহরণে আমরা পিছিয়ে আছি। তবে এই অবস্থার পরিবর্তন সম্ভব। এর জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়াতে হবে।  

তিনি আরও বলেন, ‘আমি মনে করি-বাংলাদেশের রাজস্ব নীতি সারাবিশ্বে সমাদৃত হবে। আমরা সরাসরি করের প্রতি গুরুত্ব বাড়িয়েছি। যারা বেশি আয় করবেন, তারা তত বেশি কর দেবেন। এই নীতি আমরা অনুসরণ করি। এতে আমরা সফলতা পাচ্ছি। ’

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে যেসব প্রস্তাব এসেছে, সেগুলো আমরা পর্যালোচনা করব। এর মধ্যে যেগুলো বিবেচনা করা যায় সেগুলো অব্যশই বিবেচনা করব।

তিনি বলেন, আমরা এখন কেবল রাজস্ব সংগ্রহ করি না। দেশের শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যে কিভাবে সহযোগিতা করা যায় সেই লক্ষ্যে কাজ করছি। এর জন্য রাজস্ব ব্যবস্থায় অটোমেশন জোরদার ও কর কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর কাজ চলছে।

আরসি-১৯