সিরিজ জিতলে অনেক বড় দল আমাদের নিয়ে চিন্তা করবে

খেলা ডেস্ক


মার্চ ২৩, ২০২২
০১:৫১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৩, ২০২২
০১:৫২ পূর্বাহ্ন



সিরিজ জিতলে অনেক বড় দল আমাদের নিয়ে চিন্তা করবে
ভিডিওবার্তায় মেহেদী হাসান মিরাজ

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিলেন তামিমরা। দ্বিতীয় ম্যাচে হারায় সিরিজে আসে ১-১ সমতা। আজকের শেষ ম্যাচটি তাই অঘোষিত ফাইনাল।

দেশের বাইরে বাংলাদেশের আরেকটি সিরিজ জয়ের হাতছানির কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। আর এই কঠিন কাজটা করতে পারলে অনেক বড় দলও বাংলাদেশকে নিয়ে চিন্তা করবে বলে দলের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করছেন। 

দলের নির্ভরযোগ্য স্পিন অলরাউন্ডার বিশ্বাস করেন এই সিরিজ জিতলে বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে। বড় দলগুলো বাংলাদেশকে নিয়ে আরো সতর্ক হবে। 

মিরাজ বলেছেন, ‘আমরা অবশ্যই ভালো ক্রিকেট খেলছি, অনেক বছর ধরেই। দেশে অনেক বড় দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি। দেশের বাইরে সিরিজ জেতা হয়েছে ওয়েস্ট ইন্ডিজে। এরকম একটা কন্ডিশনে যদি আমরা সিরিজ জিততে পারি, তাহলে আমাদের দলের অবস্থা অনেক উপরে উঠে যাবে। অনেক বড় দল তখন আমাদের নিয়ে চিন্তা করবে।’

এই অনুভূতি পেতে মরিয়া মিরাজ, ‘আমরা অবশ্যই চেষ্টা করব ভালো ক্রিকেট খেলতে। একজন ক্রিকেটারও অনেক আত্মবিশ্বাসী থাকে যখন দেশের বাইরে গিয়ে সিরিজ জিতে আসে। এটার অনুভূতি অন্য পর্যায়ের।’

আরসি-০৫