অবিশ্বাস্য, অবিস্মরণীয় জয় টাইগারদের

খেলা ডেস্ক


মার্চ ২৩, ২০২২
১০:১৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৩, ২০২২
১০:৫৭ অপরাহ্ন



অবিশ্বাস্য, অবিস্মরণীয় জয় টাইগারদের

রীতিমতো অবিশ্বাস্য, অবিস্মরণীয় এক বিজয়। বাংলাদেশ যখন দক্ষিণ আফ্রিকা যাত্রা করেছিল তখন কে ভেবেছিল এমন কিছু একটা হয়ে যাবে? তাই হলো। স্বাগতিকদের নিজেদের মাটিতে ১৪১ বল হাতে রেখে ৯ উইকেটে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ সিরিজ জিতে নিলো। এতটুকুতেই আসলে ঠিক প্রকাশ পায় না এ জয়ের মহাত্ব। পেছনে ফিরে চোখ রাখতে হবে ইতিহাসের কিংবা পরিসংখ্যানে।

বিদেশের মাটিতে বাংলাদেশের সিরিজ জয় বলতে জিম্বাবুয়ে, কেনিয়া আর আয়ারল্যান্ডের বিপক্ষে। এর বাইরে বড় দল বলতে ওয়েস্ট ইন্ডিজ।  প্রথমবার তো ওয়েস্ট ইন্ডিজের দলটাকে তাদের দ্বিতীয় সারির দল বলে নাক সিঁটকানো মানুষই বেশি ছিল। ২০১৮-তে ক্যারিবীয় দ্বীপে জয়টাই যা কিছু ‘করে দেখানো’র স্বীকৃতি পায়। সেই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দাপুটে সিরিজ জিতে গেল! যে দক্ষিণ আফ্রিকার মাটিতে উপমহাদেশের দলগুলোর মধ্যে শ্রীলঙ্কা কখনও জিততে পারেনি। ভারত জিতেছে মাত্র একবার আর পাকিস্তান দু’বার। সেখানে এখন বাংলাদেশও বুক ফুলিয়ে বলতে পারে-আমরাও জিতেছি।


এবার দৃষ্টি দেওয়া যাক মাঠের বাইশ গজে। নতুন বলে শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের আলগা বোলিংয়ে শুরু, সেই সুযোগে যা একটু দাপট দেখায় দক্ষিণ আফ্রিকা। এরপর বাকিটা শুধুই বাংলাদেশের। শুরুর বিবর্ণতা কাটিয়ে টাইগাররা ঘুরে দাঁড়াল দোর্দণ্ড প্রতাপে। তাতে সামনে থেকে দলকে পথ দেখান তাসকিন আহমেদ। এ পেসার পাঁচ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে অনেকটা মাঝপথে থামিয়ে দিলেন। এবার কাজটা তামিমদের উপর বর্তায়। সে কাজটা এর চেয়ে ভালোভাবে কী করতে পারতেন তামিম-লিটন? টপ অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়েই অবিস্মরণীয় এই জয়ের কাব্য লেখা হয়ে যায়। বাংলাদেশ ৯ উইকেটের জয়ে সিরিজ নিজেদের করে নেয়। 

১২৭ রানের উদ্বোধনী জুটিতে ভিত গড়ে দেন তামিম ইকবাল ও লিটন দাস। জয়ের বন্দর যখন দৃষ্টি সীমায় কেবল ষ্পষ্ট থেকে ষ্পটতর হচ্ছে এমন সময় নিজের হাফ সেঞ্চুরী থেকে দুই রান দূরত্বে  বিদায় নিলেন লিটন দাস। এবার সাকিব আল হাসানকে সঙ্গী করে হাল ধরলেন কাপ্তান তামিম। ১৫৫ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ১৪১ বল বাকি থাকতেই।

৮২ বলে ১৪ চারে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। ২০ বলে ১৮ রান করেন সাকিব। কাগিসো রাবাদাকে সাকিবের দারুণ চারেই নিশ্চিত হয় জয়। 

উপমহাদেশের দলগুলোর জন্য সফর যেখানে বরাবরই কঠিন, মাত্রই আগের সিরিজে হোয়াইটওয়াশড হয়ে এসেছিল শক্তিশালী ভারত, সেই দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ মাতল সিরিজ জয়ের উৎসবে।

সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে শীর্ষে অবস্থান আরও সংহত করল বাংলাদেশ। তাদের পয়েন্ট হলো ১২০। সরাসরি বিশ্বকাপ খেলার পথে আরেক ধাপ এগিয়ে গেল তারা।  


সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৩৭ ওভারে ১৫৪ (মালান ৩৯, ডি কক ১২, ভেরেইনা ৯, বাভুমা ২, ফন ডাসেন ৪, মিলার ১৬, প্রিটোরিয়াস ২০, মহারাজ ২৮, রাবাদা ৪, এনগিডি ০, শামসি ৩*; শরিফুল ৭-০-৩৭-১, মুস্তাফিজ ৭-০-২৩-০, মিরাজ ৫-০-২৭-১, তাসকিন ৯-০-৩৫-৫, সাকিব ৯-০-২৪-২)

বাংলাদেশ: ২৬.১ ওভারে ১৫৬/১ (তামিম ৮৭*, লিটন ৪৮, সাকিব ১৮*, রাবাদা ৫.৩-০-৩৭-০, এনগিডি ৫-০-২৪-০, মহারাজ ৭-০-৩৬-১, শামসি ৭-০-৪১-০, প্রিটোরিয়াস ২-০-১৮-০)

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: তাসকিন আহমেদ

ম্যান অব দ্য সিরিজ: তাসকিন আহমেদ


এএফ/০৪