তাসকিনকে না পেয়ে অস্ট্রেলিয়ার টাইকে নিলো লখনৌ

খেলা ডেস্ক


মার্চ ২৪, ২০২২
১১:২৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৪, ২০২২
১১:২৭ পূর্বাহ্ন



তাসকিনকে না পেয়ে অস্ট্রেলিয়ার টাইকে নিলো লখনৌ

আইপিএল শুরুর তিন দিন আগে বদলি খেলোয়াড়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলো এবারের আসরের নতুন দল লখনৌ সুপার জায়ান্টস। ইনজুরিতে পড়া ইংলিশ পেসার মার্ক উডের বদলি হিসেবে ২০১৮ সালের আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ড্রু টাইকে দলে নিয়েছে তারা।

উডের বদলি হিসেবে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমদকে দলে নিতে চেয়েঠিল লখৈনৌ।

কিন্তু তাসকিন এখন আছেন বাংলাদেশ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায়। আইপিএল খেলতে হলে বাদ দিতে হবে টেস্ট সিরিজ। তাই জাতীয় দলের কথা ভেবে আইপিএলকে ‘না’ বলে দিয়েছেন তাসকিন।

তাসকিনকে না পেয়েই মূলত টাইয়ের দিকে হাত বাড়িয়েছে লখনৌ। তবে এর আগে নেট বোলার হিসেবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজুরাবানিকেও দলে নিয়েছে তারা। প্রথমে ভাবা হচ্ছিল, উডের বদলি হিসেবেই হয়তো খেলানো হবে মুজুরাবানিকে। তবে শেষ পর্যন্ত নেট বোলার হিসেবেই তাকে দলে রাখা হচ্ছে।

আগামী ২৬ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্সআপ কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। দুইদিন পর আগামী ২৮ মার্চ এবারের আসরের আরেক নতুন দল গুজরাট টাইটানসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লখনৌ।

আরএম-০৩