তাসকিন অবশ্যই আইপিএলে যাবে, বললেন তামিম

খেলা ডেস্ক


মার্চ ২৫, ২০২২
০১:৩৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৫, ২০২২
০১:৩৫ পূর্বাহ্ন



তাসকিন অবশ্যই আইপিএলে যাবে, বললেন তামিম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস তাসকিন আহমেদকে মার্ক উডের বদলি হিসেবে দলে ভেড়াতে চেয়েছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজকে গুরুত্ব দিয়ে টাইগার পেসারকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটিতে খেলার ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তাসকিনের সাম্প্রতিক যে পারফরম্যান্স তাতে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বিশ্বাস, তাসকিন এবার না হলেও, পরবর্তীতে অবশ্যই আইপিএলে খেলতে যাবেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দেশের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্পন্সরে ফেসবুক লাইভে এসে তামিম ইকবাল দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ম্যাচ ও সিরিজ জয়ের আনন্দ নিয়ে কথা বলেন। যেখানে সঞ্চালকের প্রশ্নের উত্তরে তামিম তাসকিনের আইপিএলে খেলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তামিম বলেন, ‘আইপিএলে খেলা অবশ্যই প্রত্যেকটা ক্রিকেটারের জন্য বড় সুযোগ। পৃথিবীর সব ক্রিকেটার এ সুযোগটা পায়না। তবে তাসকিন যেভাবে পরিশ্রম করে যাচ্ছে, যেভাবে ভালো খেলে যাচ্ছে; সে অবশ্যই একদিন আইপিএলে যাবে।’

এর আগে সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে গতি ও সুইংয়ে ব্যাটারদের নাকাল করেন তাসকিন আহমেদ। শিকার করেন পাঁচ প্রোটিয়া ব্যাটারকে। তাসকিনের পাঁচ উইকেটের তালিকায় কাইলে ভেরাইনে, মালান বাদেও আছেন ডোয়াইন প্রিটোরিয়াস, ডেভিড মিলার ও কাগিসো রাবাদা। তার বোলিং তোপে শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

ফলে ইতিহাস সৃষ্টির জন্য সহজ লক্ষ্য পায় বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের ৩৮ রানের জয়ের দিনে তাসকিন শিকার করেছিলেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। তিন ম্যাচ সিরিজে ৪.৮৬ ইকোনমি রেটে ১১২ রান দিয়ে ৮ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন তাসকিন। ম্যাচপ্রতি তার গড় ১৪। এমন পারফরম্যান্সে শেষ ওয়ানডেতে ম্যাচসেরার পাশাপাশি তাসকিন  জেতেন সিরিজে সেরার পুরস্কারও।

তাসকিনের এমন জাদুকরী পারফরম্যান্সে যে দল দাপট দেখিয়ে জিতেছে, সে কৃতিত্ব দিতে ভুল করেননি ওয়ানডে অধিনায়ক। তাসকিনের প্রশংসা করে তামিম বলেন, ‘সে কতটা পরিশ্রমী সেটা আমি নিকট থেকে দেখেছি। ক্রিকেটের জন্য তার ডেডিকেশন অন্য সবার চেয়ে বেশি।'

তাসকিন তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স দিয়ে প্রথমবার ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জিতেছেন। যেটাকে তামিম আইপিএলের পুরস্কারের সঙ্গেই তুলনা করছেন। তামিম বলেন, ‘আমি তাসকিনকে বলেছি, এটাই তোর আইপিএল।'

এদিকে আইপিএলে তাসকিনকে যেতে দেওয়া উচিত ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘ আমি আইপিএলকে দেশের ক্রিকেটের প্রতিদ্বন্দ্বী মনে করি না। সেখানে ক্রিকেটাররা অনেক উন্নতি করতে পারে। তবে বোর্ড টেস্ট সিরিজ বেশি গুরুত্ব দিয়েছে, তাই তাকে এবার ছাড়েনি।’

আরসি-০৬