দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

খেলা ডেস্ক


মার্চ ৩১, ২০২২
০৭:১৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২২
০৭:১৩ অপরাহ্ন



দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে মাঠে গড়াবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই ম্যাচের এই সিরিজটি ২০২১-২০২৩ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সিরিজে প্রথম ম্যাচটি ১৫ মে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৩ মে দ্বিতীয় ম্যাচটি হবে শুরু হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের বিপক্ষে এই দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে অবশ্য একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ২ দিনের প্রস্তুতি ম্যাচটি শুরু হবে ১১ মে। ভেন্যু তালিকায় রাখা হয়েছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামকে।

এর আগে গেল বছর শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ। দুই টেস্টের সেই সিরিজে বাংলাদেশ প্রথম টেস্টটি ড্র করে। তবে পরের টেস্টে ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়ে মুমিনুল হকের দল হারে ২০৯ রানে।

একনজরে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি-

৮ মে – বাংলাদেশে এসে পৌঁছাবে শ্রীলঙ্কা।

১১-১২ মে – দুই দিনের প্রস্তুতি ম্যাচ, এম এ আজিজ স্টেডিয়াম।

১৫-১৯ মে – প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

২৩-২৭ মে – দ্বিতীয় টেস্ট, শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

আরএম-০৩