দক্ষিণ আফ্রিকা থামল ৩৬৭ রানে

খেলা ডেস্ক


এপ্রিল ০১, ২০২২
০৭:০৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২২
০৭:০৬ অপরাহ্ন



দক্ষিণ আফ্রিকা থামল ৩৬৭ রানে

তিন শর আগেই দক্ষিণ আফ্রিকার ৮ উইকেট তুলে নিল বাংলাদেশ। শেষ ২টি উইকেট নিতে ভালোই ভুগতে হলো দলকে। প্রোটিয়াদের লেজার লড়াই থামল সাড়ে তিন শ' ছাড়ানোর পর। ডারবান টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩৬৭ রানে অলআউট করল বাংলাদেশ।

আজ কিংসমিডে ৪ উইকেটে ২৩৩ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই তাদের চেপে ধরেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। এক ওভারে জোড়া আঘাত হানেন তিনি। আগের দিন অপরাজিত থাকা কাইল ভেরেইনা বিদায় নেন ২৮ রানে। রানের খাতা খুলতে পারেননি উইয়ান মুল্ডার।

অপর প্রান্তে দাঁড়িয়ে অধিনায়ক টেম্বা বাভুমা দেখছেন সতীর্থদের সাজঘরে আসা-যাওয়ার মিছিল। এক প্রান্ত আগলে রেখে শতকের দিকেই এগোচ্ছিলেন তিনি। বাভুমাকে হতাশ করেন মেহেদী হাসান মিরাজ; ওড়ান প্রোটিয়া অধিনায়কের স্টাম্প। ১২টি চারে ৯৩ রানে ফেরেন বাভুমা।

পরের ওভারে কেশব মহারাজকে ফেরান পেসার ইবাদত হোসেন। দক্ষিণ আফ্রিকার শেষ ২ উইকেট ভালোই ভোগাল দলকে। দুই জুটিতেই ছিলেন সাইমন হারমার। তাঁকে আর ফেরানো যায়নি। ৩৮ রানে অপরাজিত থাকলেন হারমার। তাঁর দুই সঙ্গী লিজাড উইলিয়ামস ও ডুয়ান অলিভিয়ের আউট হন সমান ১২ রানে। কাকতালীয়ভাবে দুজন সমান ৩২ বল খেলেন! 

দক্ষিণ আফ্রিকাকে অলআউট করতে মুখ্য ভূমিকা পেসার খালেদ আহমেদের। সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তিনি। ৩টি শিকার মিরাজের। ২ উইকেট গেছে ইবাদতের ঝুলিতে।

আরএম-০৭