ক্রীড়া প্রতিবেদক
এপ্রিল ২৩, ২০২২
০৫:৩০ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২২
০৫:৩৪ অপরাহ্ন
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের সিলেট জেলা পর্যায়ে ফাইনাল আজ রবিবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট কমিটি আয়োজিত টুর্নামেন্টের শিরোপা নির্ধরাণী ম্যাচে মুখোমুখি হবে এ গ্রুপের চ্যাম্পিয়ন গোলাপগঞ্জের সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ও রানারআপ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়। সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ এ শুরু হবে ম্যাচটি।
সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ সেমিফাইনালে বি গ্রুপ রানারআপ দি সিলেট খাজাঞ্চীবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজকে হারিয়ে ফাইনালে ওঠে। বি গ্রুপ চ্যাম্পিয়ন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে শিরোপা লড়াইয়ে নাম লেখায় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়।
সিলেট জেলা পর্যায়ে অনুষ্ঠিত ৮ দলের টুর্নামেন্টে অপর দলগুলো ছিল নগরের ব্লু-বার্ড হাইস্কুল অ্যান্ড কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দি এইডেড হাইস্কুল ও জলালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
আজকের ফাইনালে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মজিবর রহমান। ফাইনাল ম্যাচ উপভোগ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সিলেটের ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, অংশগ্রহণকারী সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম এবং স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটি জেলার আহবায়ক ইমরান আহমদ।
এএন/০১