টেস্টে ২৬ মাস পর তামিমের সেঞ্চুরি

খেলা ডেস্ক


মে ১৭, ২০২২
০৮:৫৯ পূর্বাহ্ন


আপডেট : মে ১৭, ২০২২
০৮:৫৯ পূর্বাহ্ন



টেস্টে ২৬ মাস পর তামিমের সেঞ্চুরি

টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পরই তিন অংক স্পর্শ করেন তামিম।

১৬২ বলে তামিম শতক পূরণ করেন। এই ইনিংসে কোনো ছক্কা না থাকলেও হাঁকিয়েছেন ১২টি চার।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত চা বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ২২০ রান। সেঞ্চুরি করে ১৩৩ রানে অপরাজিত আছেন ওপেনার তামিম তার সঙ্গে ১৪ রান নিয়ে দিনের তৃতীয় ও শেষ সেশনে ব্যাট করতে নামবেন মুশফিকুর রহিম।

এর আগে, গতকাল টেস্টের দ্বিতীয় দিনে অ্যাঞ্জেলো ম্যাথুজের ১৯৯ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৯৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

আরএম-০৬