সিলেট মিরর ডেস্ক
মে ১৯, ২০২২
০১:২৯ অপরাহ্ন
আপডেট : মে ১৯, ২০২২
০১:৩০ অপরাহ্ন
প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটের শতবর্ষের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ মো. রেনু এক বিবৃতিতে বলেন, ভাষা আন্দোলনের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা আবদুল গাফফার চৌধুরী বাংলাদেশের সাংবাদিকতায় অবিস্মরণীয় অবদান রেখেছেন।
শোকবার্তায় ক্লাব নেতৃবৃন্দ আরও বলেন, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন পর্যায়ে আবদুল গাফফার চৌধুরীর লেখনী, বিশেষ করে তাঁর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গান এক অমর সৃষ্টি। এ ছাড়া মুক্তিযুদ্ধকালীন তাঁর প্রকাশিত পত্রিকা ‘জয় বাংলা’ মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক কলমযোদ্ধাকে হারিয়েছে। প্রেসক্লাব নেতৃবৃন্দ আবদুল গাফফার চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এএন/০১