নিজস্ব প্রতিবেদক
মে ২৬, ২০২২
০৭:২৫ অপরাহ্ন
আপডেট : মে ২৬, ২০২২
০৭:৩৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইমরান খান রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সোয়া ১০টার দিকে বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে
নিহত রুবেল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজানপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দিগন্ত পরিবহনের একটি সিলেটগামী বাস ও ঢাকামুখী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় ও বাসটি মহাসড়কের পাশে খাদে গিয়ে পড়ে।
মাইক্রোবাসে থাকা রুবেল ঘটনাস্থলেই নিহত হন এবং এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, নিহত রুবেল ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
আরএম-০৭