দেশবিরোধী চক্র নির্বাচন বানচাল করতে চায়: ফয়সল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৮, ২০২৫
০৪:২২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২৫
০৪:২২ অপরাহ্ন



দেশবিরোধী চক্র নির্বাচন বানচাল করতে চায়: ফয়সল চৌধুরী


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী একটি চক্র বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন বানচাল করতে চায়। এজন্য তারা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পিআরসহ অহেতুক, অযৌক্তিক দাবিদাওয়া নিয়ে একটি গোষ্ঠী ফায়দা হাসিল করতে চায়।’

তিনি বলেন, ‘গোটা জাতি যখন একটি সুন্দর, শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের অপেক্ষায়, তখন সেই গোষ্ঠী ভুল রাজনীতির পথে হাঁটছে। ইতিহাস বলে, অতীতেও তারা ভুল করেছিল, এখনও ভুল করে যাচ্ছে। এর জবাব দেশের জনগণ তাদেরকে দেবে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১০টায় বিয়ানীবাজার কলেজ রোড এলাকায় পৌর বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন।

ফয়সল চৌধুরী আরও বলেন, গত প্রায় দেড় দশকে গণতন্ত্র, অর্থনীতি, সুশাসনসহ সবক্ষেত্রে বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের জন্য গোটা রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রয়োজন। তা করার মতো রাজনৈতিক শক্তি, মেধা ও প্রজ্ঞা বিএনপির রয়েছে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফাই এর সবচেয়ে বড় প্রমাণ। তিনি বলেন, বিএনপি শুধু রাষ্ট্র সংস্কার করতে চায় না, বিএনপি চায় দেশের সুষম উন্নয়ন। সিলেট-৬ আসন যেমন উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, গোটা দেশও তেমনি বঞ্চনার শিকার হয়েছে। ইনশাআল্লাহ, বিএনপি সরকার গঠন করে এই বঞ্চনা থেকে বেরিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

বিয়ানিবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক কবির আহমদ ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফয়েজ আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বিয়ানিবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার আহমদ, সহ-সভাপতি এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি সাইব উদ্দিন, নজরুল ইসলাম, আতাউর রহমান খাঁন, আলমাছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, কোষাধক্ষ্য ও ৪ নম্বর ওয়াডের্র সাবেক কাউন্সিলর আব্দুল কাশেম।

আরোও উপস্তিত ছিলেন ও বক্তব্য রাখেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি বেলাল আহমদ শুক্ষুর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিছবাহ উদ্দিন কাউন্সিলর, ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আয়াত উল্লাহ, জেলা যুবদলের সদস্য এবি কামাল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম সুমন, লিমন আহমদ, উপজেলা ছাত্রদল নেতা ফয়সল হাসান, বিয়ানিবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমদ, পৌর ছাত্রদল নেতা রাকিব আহমদ, বিএনপি নেতা মছরুন ইসলাম, আব্দুল মতিন, মাসুক আহমদ, এহসান জামিল, হোসেন আহমদ প্রমুখ। এছাড়াও বিয়ানীবাজার পৌর এলাকার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।



এএফ/০২