অধিনায়কত্ব থেকে অব্যাহতি চেয়েছেন মুমিনুল

খেলা ডেস্ক


মে ৩১, ২০২২
০৭:৪৪ অপরাহ্ন


আপডেট : মে ৩১, ২০২২
০৭:৫৫ অপরাহ্ন



অধিনায়কত্ব থেকে অব্যাহতি চেয়েছেন মুমিনুল


ব্যাট হাতে খুবই খারাপ সময় পার করছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তাই রান খরা কাটিয়ে উঠতে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল। 

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মুমিনুল।

বৈঠক শেষে গণমাধ্যমকে মুমিনুল হক জানিয়েছেন, অভিমান থেকে নয়, ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্স ভালো না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের তিন ইনিংসে সাকুল্যে ১১ রান করেন মুমিনুল। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দুই ম্যাচে তিনি রান করেন ১৩! সর্বশেষ ১০ ইনিংসে ফিফটি নেই মুমিনুলের। সর্বোচ্চ সংগ্রহ ৩৭। ব্যাট হাতে ব্যর্থতার পাশাপাশি অধিনায়ক হিসেবেও ভালো করতে পারছেন না মুমিনুল।

মুমিনুলের অধীনে ১৭ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ, ড্র হয়েছে দুই টেস্ট।

এএন/০৪