নবীগঞ্জে সন্ধানীর ফ্রি চিকিৎসাসেবা

সিলেট মিরর ডেস্ক


জুন ১২, ২০২২
০৩:৫৩ অপরাহ্ন


আপডেট : জুন ১২, ২০২২
০৩:৫৩ অপরাহ্ন



নবীগঞ্জে সন্ধানীর ফ্রি চিকিৎসাসেবা

সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের আয়োজনে এবং নবীগঞ্জের লাল সবুজ সমাজকল্যাণ পরিষদ এর সহযোগিতায় ফ্রী মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়।  শুক্রবার অনুষ্ঠিত উক্ত হেলথ ক্যাম্প-এ প্রায় ১৫০০ জন হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।  এছাড়াও অনান্য রোগীদেরও চিকিৎসা প্রদান এবং রোগীর ব্যাবস্থাপত্র অনুযায়ী ফ্রি ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসার পাশাপাশি ছিল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি ডায়াবেটিস ও ফ্রি উচ্চ রক্তচাপ স্ক্রিনিং পরীক্ষা। 

এছাড়াও মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও এর প্রতিকার নিয়ে আলোচনা করা হয় এবং সচেতন মূলক লিফলেট বিতরণ করা হয়।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন সন্ধানীর উপদেষ্টা, সিলেট এমএজি  ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. এস এম হাবিবউল্লাহ সেলিম , সহযোগী অধ্যাপক (মেডিসিন ) ডা. শিশির কুমার বসাক, সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. শুয়াইব আহমদ ( শোয়েব), সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. আদিল মাহমুদ, সহকারী রেজিস্ট্রার (কার্ডিওলজি ) ডা. চৌধুরী গুলশান আরা কামাল লিপা । এছাড়া  উপদেষ্টা ডা. লুৎফর রাহমান মিলন, ডা. আফরিন জাহান আইয়ুব, ডা. তাজকির জামান শুভ, ডা. রাজিয়া রিনি, ডা. বৃষ্টি  বড়ুয়া, ডা. ফারহানা রহমান লুবা, ডা. আরিফ রিকু, সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদর তানিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদর মরিয়ম বেগমসহ  সন্ধানীয়ানরা উপস্থিত ছিলেন।


এএফ/০২