সংবাদ বিজ্ঞপ্তি
জুন ২৩, ২০২২
০১:৪২ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২২
০১:৪২ পূর্বাহ্ন
কোম্পানিগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের নেতৃবৃন্দ।
সন্ধানীর উদ্যোগে চার দিন ধরে চলমান ত্রাণ সহায়তা কার্যক্রমে বুধবার সিলেটের গোয়াইনঘাটের লামনি এবং কাটলিকুনা গ্রামে বানবাসি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সন্ধানী কেন্দ্রীয় পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত সিলেটের ইউনিটগুলো নিয়ে গঠিত বন্যাদুর্গতদের সহযোগিতায় সন্ধানীর ত্রাণ-সহায়তা টিম এ কার্যক্রম পরিচালনা করছে।
দেশজুড়ে সন্ধানীর বিভিন্ন ইউনিট, সন্ধানীর সক্রিয় সদস্য, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় প্রাপ্ত অর্থের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করছে সন্ধানী।
এর আগে দুইদিন সিলেট শহরের আশেপাশের কয়েকটি আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার ও স্যালাইন বিতরণ এবং গোলাপগঞ্জে একদিন রান্না করা খাবার বিতরণ করে। এরপর অপেক্ষাকৃত দুর্গম এলাকায় ত্রাণ-সহায়তা পৌঁছানোর কার্যক্রম শুরু করে। যেখানে ত্রাণ অপর্যাপ্ততা রয়েছে এমন জায়গায় যাওয়া।
গোয়াইনঘাটের বন্যাকবলিত দুইটি গ্রামের প্রায় ৩০০ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয় সন্ধানীর ত্রাণ-সহায়তার প্যাকেট। প্যাকেটে ছিল খাবার ও প্রয়োজনীয় কিছু সরঞ্জামাদি। সন্ধানীর সীমিত সামর্থ্যের মধ্যে একেকটি প্যাকেটে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ এবং মোমবাতি, ম্যাচ বক্স, স্যানিটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও কৃমিনাশক দেওয়া হয়।
চলমান ত্রাণ-সহায়তা বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন কার্যক্রম পর্যন্ত অব্যাহত রাখার প্রত্যাশার কথা জানিয়েছে সন্ধানী। এই কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সন্ধানী।
এএফ/০২