সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৫
০১:০৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৭, ২০২৫
০১:০৭ পূর্বাহ্ন
রাজনীতি থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী (বীর বিক্রম)। এক সময়ের বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী সর্বশেষ ‘তৃণমূল বিএনপি’র চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন ।
দলের মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শমসের মবিন ১৯৭১ সালে সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে ছিলেন। মেজর পদে থাকা অবস্থায় তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে শমসের মবিন চৌধুরীকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়। ২০০৫ সালে তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। সেখানে দুই বছর দায়িত্ব পালন শেষে ২০০৭ সালে তিনি অবসরে যান। ২০০৮ সালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন শমসের মবিন চৌধুরী। ওই সময় চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান তিনি।
২০০৯ সালে বিএনপির কাউন্সিল হলে শমসের মবিনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়। কখনো নির্বাচনে অংশ না নিলেও কয়েক বছর তিনি বিএনপির নীতি নির্ধারনী পর্যায়ে ছিলেন।
২০১৫ সালের শুরুর দিকে বিএনপি ও শরিকদের টানা অবরোধ-হরতালের মধ্যে নাশকতার মামলায় গ্রেপ্তার হন শমসের মবিন। ওই বছরের মে মাসে জামিনে মুক্তি পেলেও তিনি আর রাজনীতিতে সক্রিয় হননি। তবে অবসর ভেঙে ২০১৮ সালে একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারা বাংলাদেশে যোগদান করেন শমসের মবিন চৌধুরী এবং সিলেট-৬ আসন থেকে তিনি নির্বাচন করেন।
সেখান থেকেও পদত্যাগ করে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার গড়া দল তৃণমূল বিএনপিতে যোগদান করে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন শমসের মবিন। সর্বশেষ ২০২৪ সালের সালের জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে তৃণমূল বিএনপি অংশ নেয়।
রবিবার তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে লেখা চিঠিতে শমসের মবিন চৌধুরী উল্লেখ করেন, ‘আশা করি আপনি ভালো আছেন। এই মর্মে আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে অবগত করছি যে, শারীরিক কারণে আমি, শমসের এম চৌধুরী, রাজনীতি থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। একি সাথে তৃনমূল বিএনপির সকল পদ থেকে আমি পদত্যাগ করিলাম। আমার এই সিদ্ধান্ত অবিলম্বে ১৬ নভেম্বর থেকে কার্যকর হইল।’ চিঠিতে আরও বলা হয়েছে, ‘আমার উপড়ে উল্লেখিত সিদ্ধান্ত দলের সংশ্লিষ্ট এবং গণমাধ্যমে অবগত করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করিলাম। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করছি।'
রাজনীতি থেকে অবসর ও তৃণমূল বিএনপির চেয়ারপারসন পদ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে শমসের মবিন চৌধুরী সিলেট মিররকে বলেন, ‘আমি রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি এবং তৃণমূল বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করেছি। '
এএফ/০১