খেলা ডেস্ক
জুলাই ০৩, ২০২২
০৩:৫৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২২
০৩:৫৮ অপরাহ্ন
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে বাংলাদেশ ১৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল। ওই সময়টায় ঠিকঠাক ব্যাটিং করতে পারেনি টাইগাররা।
৮ উইকেটে মাত্র ১০৫ রান তুলেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। ব্যাটিং ব্যর্থতা তাই বড় দুশ্চিন্তা হয়েই রয়ে গেছে সফরকারীদের। আজ (রোববার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা।
বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার আর নাসুম আহমেদ। তাদের বদলে একাদশে এসেছেন মোসাদ্দেক হোসেন আর তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশেও এসেছে একটি পরিবর্তন। ডেভন থমাসের বদলে দলে এসেছেন কেমো পল।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, সামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, কেমো পল, ওডিয়ান স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওবেদ ম্যাকয়, হেইডেন ওয়ালশ।
আরএম-০৫