১০৯ রান করলেই সিরিজ বাংলাদেশের

খেলা ডেস্ক


জুলাই ১৩, ২০২২
১০:০৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২২
১০:০৭ অপরাহ্ন



১০৯ রান করলেই সিরিজ বাংলাদেশের

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১০৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। তাই আজ ১০৯ রান করলেই এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে যাবে তামিম ইকবালের দল।

মিরাজ-নাসুমদের বোলিং তোপে ৮৬ রানেই ৯ উইকেট হারিয়েছিল ক্যারিবীয়রা। শেষ জুটিতে কিমো পল ও গুদাকেশ মতির কল্যাণে ১০০ পার করতে সমর্থ হয় স্বাগতিকরা।

সর্বোচ্চ ২৫ রান করে অপরাজিত থাকেন কিমো পল। এছাড়া ১৮ রান করেছেন শাই হোপ। কাইল মেয়ার্সের ব্যাট থেকে এসেছে ১৭ রান।

বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন। নাসুম আহমেদের শিকার ৩ উইকেট। মোসাদ্দেক হোসেন ও শরিফুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।

উল্লেখ্য যে, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয়লাভ করেছিল টাইগাররা।

আরএম-০১