খেলা ডেস্ক
আগস্ট ৩০, ২০২২
০২:২০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ৩০, ২০২২
০২:৩০ অপরাহ্ন
সাকিবের লেংথ আমন্ত্রণ জানাচ্ছিল আফগানিস্তানের ওপেনার গুরবাজকে, ছিল ফাঁদও। ফাঁদে পা দিয়ে তুলে মারতে গিয়ে ধরা পড়েছিলেনও গুরবাজ। কিন্তু লং অনে ক্যাচটি তালুবন্দি করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তাতে এ যাত্রায় বেঁচে যান গুরবাজ। তবে তার পতন লেখা ছিল সাকিবের হাতেই। আর তাই টানা তৃতীয় ওভারে বল করতে এসে গুরবাজকে ফেরালেন সেই সাকিবই।
নিজের টানা তৃতীয় ওভার সাকিবের নিচু হওয়া বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন আগের ওভারেই জীবন পাওয়া গুরবাজ। তবে বলের নাগাল পাননি। উইকেটের পেছনে থাকা মুশফিক মুহূর্ত সময় নষ্ট করেননি। গুরবাজ স্টাম্পড হয়ে ফিরেছেন ১৮ বলে ১১ রান করে। যেন ভায়রা ভাইয়ের প্রায়াশ্চিত্ব করলেন মুশি। আর পঞ্চম ওভারে প্রথম ব্রেকথ্রু পেল বাংলাদেশ, সেটিও অধিনায়কের বোলিংয়ে।
স্কোর কার্ড
বাংলাদেশ ১২৭/৭
আফগানিস্তান ৪৫/২ (৮.৬/২০ ওভার)