বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০১, ২০২২
০৮:৪৩ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২২
০৮:৪৮ অপরাহ্ন



বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
উদ্বোধনী জুটিতে সাব্বির-মিরাজ

আজ জিততে হবে। অন্যথায়, লজ্জা নিয়ে ফিরতে হবে দেশে। এশিয়া কাপে একাধিবার ফাইনাল খেলা এই বাঁচা-মরার ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

টসে জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলংকার অধিনায়ক দাসুন সানাকা।

প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। শ্রীলংকাও উদ্বোধনী ম্যাচে আফগানের কাছে হেরেছে। দুই দলের এই টিকে থাকার লড়াইয়ে যে জিতবে সে যাবে সুপার ফোরে।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) ক্রিজে নামবেন বাংলাদেশি দুই ওপেনার।

আজকের ম্যাচে ওপেনিংয়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। একাদশে জায়গা পেয়েছেন সাব্বির রহমান ও মেহেদি হাসান। বাদ পড়েছেন নাঈম শেখ ও এনামুল বিজয়। বোলিংয়ে সাইফুদ্দিনকে বাদ দিয়ে এবাদত হোসেনকে জায়গা দেওয়া হয়েছে।

বাংলাদেশ একাদশ: সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসাইন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: ডানুসকা গুনাথিলাকা, পাথুম নিশানকা, কুসেল মেনডিস (উইকেটরক্ষক), চ্যারিথ আসালাংকা, ভানুকা রাজাপাকসে, দাসুন সানাকা (অধিনায়ক), ওনিনদু হাসারানকা ডি সিলভা, চামিকা কারুনাথনে, মেথিশ থিকসানা, অসিথা ফারনাডু, দিলশান মাদুসাকা।