সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৬, ২০২২
০৭:৫৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২২
০৯:১৭ পূর্বাহ্ন
স্ত্রীর দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি বলেন, নারী শিশু আইনের ১১ (গ) ধারায় তার স্ত্রীর মামলা করেছিলেন।
গতকাল তিনি জামিন আবেদন করেছিলেন। আজ শুনানি নিয়ে আল আমিনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে ইসরাত জাহান ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে যৌতুকের দাবি ও মারধরের কথা উল্লেখ করেন।
আরএম-০৩