আজ সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৭, ২০২২
১২:২৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২২
১০:০৮ অপরাহ্ন



আজ সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৭ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক এ তথ্য জানান।

তিনি জানান, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আজ সন্ধ্যার মধ্যে একটি লঘুচাপ তৈরি হতে পারে। লঘুচাপটি তৈরি হলেও বাংলাদেশে প্রভাব ফেলতে পারবে না। কারণ মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে লঘুচাপটি ভারতের অন্ধ্র ও তামিলনাড়ুর দিকে চলে যাবে।

সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার আবহাওয়ার তথ্য তুলে ধরে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এ সময়ে দেশের সর্বোচ্চ ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা চাঁদপুরে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আরএম-০২