উইকেটে অসন্তুষ্ট বাংলাদেশও

খেলা ডেস্ক


অক্টোবর ০৫, ২০২২
০৩:৫৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২২
০৩:৫৯ পূর্বাহ্ন



উইকেটে অসন্তুষ্ট বাংলাদেশও

পাকিস্তানি স্পিনার নাসরা সান্ধুর একটি বল খেলতে গিয়ে পরাস্ত হন বাংলাদেশি ব্যাটার রিতু মনি। বাঁহাতি এ স্পিনারের ছোট টার্ন মেশানো বলটি এতটাই নিচু ছিল যে, মাটি ছুঁয়ে যাওয়ার মতো। বলটি গ্লাভসবন্দি করতে গিয়ে হোঁচট খেয়েছেন উইকেটকিপার মুনেবা আলি। সোমবার বৃষ্টিবিঘ্নিত সকালে আগে ব্যাটিং করে পাকিস্তানের সামনে ৭০ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। ম্যাচটি দাপটের সঙ্গেই জিতেছে পাকিস্তান।

সিলেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২তে ম্যাচের পর দুপক্ষ থেকেই উইকেট নিয়ে সমালোচনা করা হয়। টস না জিতলে যে একই পরিণতি হতে পারত পাকিস্তানেরও। এমন ঘটনার পর আম্পায়ার্স রিপোর্টেও বিষয়টি উল্লেখ করেছে বাংলাদেশ।

স্বাগতিক সুবিধা নিতে স্লো টার্নিং উইকেট চায় না বাংলাদেশ। গতকাল অনুশীলন বাতিল করলেও সংবাদ সম্মেলনে এসে উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশি কোচ মাহমুদ ইমন। সামনের ম্যাচগুলোতে স্পোর্টিং উইকেট আশা করেছেন তিনি।

আমি পরিষ্কারভাবে বলতে চাই, উইকেটের যে আচরণ ছিল, মনে হচ্ছিল ম্যাচের ফলটা টসের সঙ্গেই নিশ্চিত হয়েছিল।

স্বাগতিক দল হিসেবে উইকেট থেকে সুবিধা নিতে পারবে বাংলাদেশ। কিন্তু এমন ‍সুবিধার জন্য নিজেদের ক্ষতি করতে রাজি নন ইমন, ‘বাংলাদেশের নিজের মাঠে খেলা, সে সুবিধাটা নিতে চাই না। তবে আমাদের মেয়েদের ক্রিকেটের ভালোর জন্য স্পোর্টিং উইকেটের প্রয়োজন। জিম্বাবুয়ে থেকে শুরু করে যত জায়গায় দেখেছি, সব জায়গায় মেয়েদের ক্রিকেটে স্পোর্টিং উইকেট থাকে।’

সিলেটের স্থানীয় কোচ ইমন। দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের দায়িত্ব পালন করেছেন তিনি। অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, ‘আমরা যে উইকেটে খেলেছি, সিলেট যেহেতু আমার নিজের বাড়ি, আমি বলতে পারি, এখানকার স্থানীয় ক্রিকেটেও আমি এমন উইকেট দেখিনি। আমাদের সামনে এফটিপির (ভবিষ্যৎ সূচি পরিকল্পনা) খেলা আছে। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ আছে। আমাদের প্রস্তুতি, মনোবলের ক্ষেত্রে (এমন উইকেট) আমাদের পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।’

উইকেট নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা আয়োজক কমিটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও (এসিসি) জানিয়েছে বাংলাদেশ। অভিযোগের বিষয়ে ইমন বলেছেন, ‘যেহেতু এটা এসিসির টুর্নামেন্ট। যারা প্রতিনিধি আছেন, তাদের কাছেই দিয়েছি (অভিযোগ)।’

এসই/০৩