আওয়ামী লীগের দুঃশাসনে দেশ ক্রমশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে : আব্দুল কাইয়ুম জালালী

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৫, ২০২২
১০:৫৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৫, ২০২২
১০:৫৭ অপরাহ্ন



আওয়ামী লীগের দুঃশাসনে দেশ ক্রমশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে : আব্দুল কাইয়ুম জালালী
৯ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল

সিলেট মহানগর বিএনপির আহŸায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, ‘দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আওয়ামী ফ্যাসিবাদী শাসনের যাতাকলে ক্রমশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাস সঙ্কটের কারণে দেশের অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। এ অবস্থায় দেশ রক্ষায় এই সরকারের হাত থেকে রক্ষা পেতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

তিনি সোমবার বিকেলে নগরের পাঠানটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট মহানগরের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবুল হোসেন হেনার সভাপতিত্বে ও মহানগর সে¦চ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান দীপুর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্য দেন, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।

বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, মহানগর যুগ্ম আহহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের টীম লিডার এবং মহানগর বিএনপির যুগ্ম আহহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের টীম সদস্য এবং মহানগর আহŸায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া ও আমির হোসেন, মহানগর আহŸায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী।

কাউন্সিলে স্বাগত বক্তব্য দেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ছানাউল হক ছানা। কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা শাহীন আহমদ।

উপস্থিত ছিলেন, ৭ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সবুর,  ১১ নম্বর ওয়ার্ড সভাপতি শেখ কবির আহমদ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত জাকির চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু আহমদ আনসারী, সদ্য সাবেক ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মানিক মিয়া, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদ্য খসরুজ্জামান খসরু, অ্যাডভোকেট আক্তার বক্ত জাহাঙ্গীর।

এছাড়াও, স্বেচ্ছাসেবক দলের মহানগর সদস্য সচিব আফসর খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম জাকারিয়া, মাহবুব আহমদ, সৈয়দ আমির আলী ও আজিজ খান সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে কাউন্সিলারদের ভোটে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আমির হোসেন, সাধারণ সম্পাদক পদে রুবেল বক্স  ও সাংগঠনিক সম্পাদক সয়ফুল আলম নির্বাচিত হন।


এএফ/০৩