সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৬, ২০২২
০৪:৫৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৬, ২০২২
০৭:০৯ অপরাহ্ন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি আগামীকাল বৃহস্পতিবার সিলেট সফরে আসছেন। সকালে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তিনি।
পরিবেশমন্ত্রীর সরকারি সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন মন্ত্রী। পরে সার্কিট হাউসে অবস্থান শেষে সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র আওতায় আয়োজিত সচেতনতামূলক মতবিনিময় সভায় যোগ দেবেন।
একইদিন বিকেলে সড়কপথে মৌলভীবাজারে যাবেন তিনি।
পরদিন শুক্রবার সকালে জুড়ী নদীর উপর নির্মিত কয়লার ঘাট সেতুর উদ্বোধন করবেন পরিবেশমন্ত্রী। পরে জুড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশে যোগ দেবেন।
বিকেলে বড়লেখার বর্ণিতে একটি রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করবেন এবং বর্ণি ইউনিয়ন শাখা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি।
আগামী শনিবার বড়লেখার দাসেরবাজার ইউনিয়নে একটি রাস্তার উদ্বোধন করবেন শাহাব উদ্দিন। একইদিন ধর্ম্মদেহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন, বড়লেখা উপজেলা প্রশাসনের কৃষক সমাবেশ, সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠান, শাহবাজপুর ইউপি আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেবেন তিনি।
আগামী রোববার সিলেট হয়ে ঢাকায় ফিরবেন মন্ত্রী।
আরএম-০৪