সরকারিভাবে সারাদেশে প্রথমবারের মতো পালিত হল শিক্ষক দিবস

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৭, ২০২২
০৮:৫৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২২
০৮:৫৬ অপরাহ্ন



সরকারিভাবে সারাদেশে প্রথমবারের মতো পালিত হল শিক্ষক দিবস

প্রতীকি ছবি

আজ বিশ্ব শিক্ষক দিবস। সরকারিভাবে প্রথমবারের মতো আজ সারাদেশে শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ বছরে শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয় ‘শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’।

দিবসটি উদযাপনে দেশের বিভিন্ন জায়গায় ছিল উৎসবের আমেজ।

প্রসঙ্গত, ১৯৯৩ খ্রিষ্টাব্দে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ খ্রিষ্টাব্দে প্রথমবার দিবসটি পালন করা হয়। তবে ১৯৯৫ খ্রিষ্টাব্দ থেকে বিভিন্ন দেশে শিক্ষকরা মোটা দাগে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন শুরু করেন। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।

আরএম-০৬