ফেঞ্চুগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২৮, ২০২২
০১:৩৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৮, ২০২২
০১:৩৮ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনক এর অর্থায়নে উপজেলার ৫টি ইউনিয়নের  ৫শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গত ২৫ ও ২৬ অক্টোবর উপজেলার ৫শতাধিক পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিটি ইউনিয়নের জন্য বরাদ্দ ছিল ৫লক্ষ টাকা।

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকার সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা। বিশেষ অতিথি ছিলেন মাইজগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত হোসেন রাসেল, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী,  উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু,  উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোহম্মদ এমরান উদ্দিন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, অর্থ সম্পাদক বদরুল আমীন, সিনিয়র সদস্য এস এ চৌধুরী জুলহান, ইউপি সদস্য সিরাজ উদ্দীন, মহিতোষ চক্রবর্ত্তী, মাহবুবুল আলম, ফাতেহা বেগম, ছালেহা বেগম, দিলা মিয়া প্রমুখ।

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় সভায় বক্তারা অনুদানের জন্য ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব ইনক এর সভাপতি জুনেদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েছসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরএম-১০