সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সেলাই মেশিন দিল শাবিপ্রবির ‘কিন’

শাবিপ্রবি প্রতিনিধি


অক্টোবর ২৯, ২০২২
১২:৫৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২২
০১:০২ পূর্বাহ্ন



সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সেলাই মেশিন দিল শাবিপ্রবির ‘কিন’

গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে কিন স্কুলের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

এর আগে কিন স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমূখী শিক্ষার মাধ্যমে আত্মকর্মসংস্থান তৈরি করতে চার মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদেরকে সার্টিফিকেট ও সেলাই মেশিনও বিতরণ করে সংগঠনটি।

এ বিষয়ে কিনের সভাপতি ইফরাতুল হাসান রাহীম সিলেট মিরর-কে বলেন, ‘শিক্ষা মানুষকে জ্ঞানের আলো দান করে, মানুষে-মানুষে সম্প্রীতি বাড়ায় এবং সংস্কৃতি ও সভ্যতাকে করে সমৃদ্ধ। বর্তমান বিশ্বে উন্নয়ন এবং উন্নতির লক্ষ্যে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। তাই সাধারণ শিক্ষার পাশাপাশি কিন-স্কুল সবসময় নজর দিয়ে থাকে শিক্ষার্থীদের কর্মমূখী ও কারিগরি শিক্ষা প্রদান করতে।

প্রসঙ্গত, 'চেনা হোক প্রতি মুখ, শিক্ষার আয়নায়' মূলমন্ত্রকে সামনে রেখে ২০০৪ সালে শাবিপ্রবি ক্যাম্পাসে পথচলার শুরু করে কিন। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাদান করে আসছে সংগঠনটি।

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নাচ, গান, ছবি আঁকা, খেলাধুলা সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম প্রশিক্ষণ দেওয়া হয় কিন স্কুলের শিক্ষার্থীদের। এছাড়া চ্যারিটি, রক্তদান ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটি।

এইচএন-০১/আরএম-১১