জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২২
০১:১৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ৩০, ২০২২
০১:১৬ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এখলাছুর রহমান, ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, এডভোকেট আলতাফুর রহমান, মো. আলা উদ্দিন, এটিএম বদরুল ইসলাম, হাসিনুল হক হুসনু, মো. আব্দুর রহমান, মো. ইয়াহিয়া, হানিফ মোহাম্মদ, সিরাজুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের গঠিত নতুন কমিটি নিয়ে আলোচনা করেন। উপজেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এময় মতবিনিময় করা হয়।
সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের কমিটি গঠন এবং ইউনিয়ন আওয়ামীলীগের গঠিত কমিটিগুলোন অনুমোদনপূর্বক দলকে শক্তিশালী করার আহবান জানান।