সিলেট শহীদ মিনারের অপরিকল্পিত স্থাপনা ভাঙার কাজ শুরু

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ৩১, ২০২২
০২:১৩ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ৩১, ২০২২
০৪:৩৩ পূর্বাহ্ন



সিলেট শহীদ মিনারের অপরিকল্পিত স্থাপনা ভাঙার কাজ শুরু

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের এলাকায় গড়ে তোলা অপরিকল্পিত স্থাপনা ভাঙার কাজ শুরু হয়েছে।

আজ রবিবার বেলা ১১টায় কাজের অগ্রগতি পরিদর্শন করেন শহীদ মিনারের বাস্তবায়ন পরিষদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা সদরউদ্দিন আহমদ চৌধুরী, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সাংবাদিক আল আজাদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্যপরিষদ নেতৃবৃন্দ। 

নেতৃবৃন্দ এসময় শহীদ মিনার এবং শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মাঝামাঝি উন্মুক্ত স্থানে নকশা বহির্ভূত স্থাপনা দ্রুত অপসারণ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রত্যেক শহীদদের নামে নামফল লাগানো, পিছনের সীমানা প্রাচীরে কাঁটাতার স্থাপন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহীদ মিনারের প্রধান ফটক খোলা রাখা সহ বিভিন্ন বিষয়ে মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং যত দ্রুত সম্ভব তা বাস্তবায়নের দাবী জানানো হয়। 

এসময় উপস্থিত সিটি মেয়র জনাব আরিফুল হক চৌধুরী দ্রুততার সঙ্গে দাবী বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্যপরিষদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিধুভূষণ ভট্টাচার্য, অধ্যাপক শামীমা চৌধুরী, শামসুল বাসিত শেরো, মিশফাক আহমদ মিশু, বিভাষশ্যাম পুরকায়স্ত,  শামসুল আলম সেলিম, অধ্যাপক উজ্জ্বল দাশ, রজতকান্তি গুপ্ত, বিপ্লব শ্যাম পুরকায়স্ত সুমন, খোকন ফকির, অমিত ত্রিবেদী, এবং সুকান্ত গুপ্ত।

এ সময় সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী আলী আকবরও উপস্থিত ছিলেন। 



এসই/০৪