দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা, সিলেটে পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০২, ২০২২
০১:৩৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২২
০১:৩৬ পূর্বাহ্ন



দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা, সিলেটে পুলিশ সদস্য নিহত

সিলেটের বিমানবন্দর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা লেগে মোটরসাইকেল দুর্ঘটনায় সুমন কুমার সিংহ (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার রাত ২টার দিকে সিলেটের ওসমানী বিমানবন্দর সড়কের লাক্কাতুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সুমন সিলেট মহানগর পুলিশের জালালাবাদের শিবেরবাজার পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার জলারপাড় গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মধ্যরাতে সুমন ও আরো দুই পুলিশ সদস্য একটি মোটরসাইকেলে সিলেট নগর থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। রাত ২টার দিকে লাক্কাতুরা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি ভর্তি একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে বেলা আড়াইটার দিকে নিহতের মরদেহ নিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। ’


এএফ/০২