নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৩, ২০২২
১২:০২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৩, ২০২২
১২:০২ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশনের বর্ধিত এলাকা টুকেরবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসমাগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার টুকেরবাজারের নোয়াগাঁও এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র (প্যানেল মেয়র-১) তৌফিক বক্স লিপন।
বক্তব্যে লিপন বলেন, ‘নগরের সম্প্রসারিত এলাকার উন্নয়নে পরিকল্পনা হাতে নিয়েছে সিটি করপোরেশন। বন্যায় এসব এলাকা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রস্তাবিত প্রকল্প পাস হলে বর্ধিত এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড শুরু হবে।’
তিনি এসব এলাকার শিশুদের লেখাপড়াসহ সার্বিক উন্নয়নে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ. দ্রং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি করপোশেনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদ আহমদ, সিটি করপোশেনের কাউন্সিল তারেক উদ্দিন তাজ, রফিকুল ইসলাম ঝলক।
অনুষ্ঠান শেষে ১৯০টি পরিবারের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন জানায়, বন্যা পরবর্তী সিলেট ও সুনামগঞ্জ জেলায় হংকং সরকারের স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজওনের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ১২ হাজার পরিবারকে খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী প্রদান করছে। এরই অংশ হিসেবে টুকেরবাজার এলাকায় গতকাল এ সহায়তা তুলে দেওয়া হয়।
সুরক্ষাসমাগ্রীর মধ্যে ছিল, হাত ধোঁয়ার জন্য ২০ লিটার ধারণ ক্ষমতার ঢাকনাসহ বালতি, পানির আধার/পাত্র (১০ লিটারের জেরিকেন, প্লাস্টিকের মগ, ৫ পিস গোসলের সাবান, ২০ প্যাকেট খাবারের সেলাইন, ৫০ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ২টি সুতির কাপড়, জীবাণুনাশক, কাপড় কাঁচার ডিটারজেন্ট পাউডার, ২ প্যাকেট স্যানিটারী প্যাড, তথ্য শিক্ষা।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ২০ কেজি চাল, ২ লিটনার সবজি তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি মুগ ডাল, ৩ কেজি ছোলা ডাল, ১ কেজি চিড়া, লবন ও চিনি।