টেম্পু-সিএনজি সংঘর্ষে সড়কে ঝরল তরুণ প্রাণ

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৩, ২০২২
১১:০৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৩, ২০২২
১১:০৭ অপরাহ্ন



টেম্পু-সিএনজি সংঘর্ষে সড়কে ঝরল তরুণ প্রাণ

সিলেটের জকিগঞ্জ সড়কে টেম্পু-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রেদ্বওয়ান আহমদ নামে এমসি কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে জকিগঞ্জ সড়কের কানাইঘাট অংশের সড়কের বাজারের পশ্চিম ঈদগাহ মাদ্রাসার সামনে এ ঘটনাটি ঘটে। 

নিহত রেদ্বওয়ান সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি রেদ্বওয়ান ছড়া, প্রবন্ধ লিখতেন। উপস্থাপনা করতেন। বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 

দুর্ঘটনায় রেদ্বওয়ানের মা’সহ আহত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছি এবং আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’


এএফ/০১