সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৫, ২০২২
০৪:৩৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২২
০৪:৩৩ পূর্বাহ্ন
সিলেট জেলা বিএনপির সদস্য ও সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান ব্যর্থ সরকারের বিরুদ্ধে তৃণমূল বিএনপি নেতা-কর্মীরা জেগে উঠেছে। এখন এই সরকারের পতন কেউ আটকাতে পারবে না।’
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে আমুড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি আগামী ২০ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে সবস্তরের নেতা-কর্মীদের যোগ দেওয়ার আহŸান জানান।
ফয়সল চৌধুরী বলেন, ‘সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে না পারায় দেশের সাধারণ মানুষ কষ্টে আছে। মানুষের সেই কষ্টের অবসান করতে জাতীয়তাবাদী শক্তিকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহববুল হক লুলু। আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, সহসভাপতি রুহেল আহমদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মুন্না, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল রহিম, সাধারণ সম্পাদক বেলাল আহমদ।
আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন, শাহেল আহমদ, এমরান আহমদ, সোহেল আহমদ, লুৎফুর রহমান, মনছুর আহমদ শিপন, রাজন আহমদ, আলনবী চৌধুরী শিপন, ছানু মিয়া, জায়েদ আহমদ, লায়েছ আহমদ, মুরাদ আহমদ, মাসুক উদ্দিন, ইসলাম উদ্দিন, সোহেল আহমদ, উনু মিয়া, আফজল হোসেন, জুনেদ আহমদ, সুমন আহমদ, ছয়ফুল ইমলাম, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুুখ।
বিএ-০১