নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৬, ২০২২
০২:০৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৬, ২০২২
০৫:৫১ পূর্বাহ্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড, কর্ণফুলী পাওয়ার লিমিটেড এবং বারাকা সিকিউরিটিজ লিমিটেড বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড ও কর্ণফুলী পাওয়ার লিমিটেড গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন কোম্পানির চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী।
আজ শনিবার (৫ নভেম্বর) কোম্পানিগুলোর এজিএম শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এর মধ্যে বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী বলেন, ‘ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এবং আরও ভালো লভ্যাংশ ঘোষণার করতে পারব বলে আমরা আশাবাদী।’
সাধারণ সভায় উপস্থিত ছিলেন বারাকা শিকলবাহার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর জালাল উদ্দিন আহমদ চৌধুরী, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, মনজুর কাদির শাফি, ফয়সল আহমদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক নাঈম আহমদ চৌধুরী, পরিচালক আফজাল রশীদ চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এজাজুর রহমান চৌধুরী ও পরিচালক জাহরুল সৈয়দ বক্ত।
একই দিনে কর্ণফুলী পাওয়ার লিমিটেড তাদের লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২১-২২ অর্থ বছরে কোম্পানিটি ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির চেয়ারম্যান এম কে শফি বলেন, ‘ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে চাই আমরা।’
সাধারণ সভায় উপস্থিত ছিলেন কর্ণফুলী পাওয়ার লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইশতিয়াক আহমদ চৌধুরী, পরিচালক জাহরুল সৈয়দ বক্ত, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, চেয়ারম্যান মনজুর কাদির শাফি, পরিচালক ফয়সল আহমদ চৌধুরী, পরিচালক আফজাল রশীদ চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এ. এম বদরুদ্দোজা, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ডা. মো. জাকির হোসেন।
এদিকে বারাকা সিকিউরিটিজ লিমিটেড বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ডা. তোফায়েল আহমদ, পরিচালক জাহরুল সৈয়দ বক্ত, চেয়ারম্যান মনজুর কাদির শাফি, পরিচালক রুশিনা আহমদ চৌধুরী, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ডা. মো. জাকির হোসেন।
এএফ/০২