সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৭, ২০২২
০২:৩২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৭, ২০২২
০২:৩৪ পূর্বাহ্ন
সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক ইউনিট চালু হয়েছে। গত মঙ্গলবার হাসপাতালের ৮ম তলায় আনুষ্ঠানিকভাবে এ বিভাগের উদ্বোধন করা হয়।
হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে স্ট্রোক ইউনিটের শুভ উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।
বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. অছুল আহমেদ চৌধুরী, পার্কভিউ মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. আব্দুছ ছালাম এবং পার্কভিউ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ শাহাবুদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, ‘পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের চিকিৎসাক্ষেত্রে একটি রোল মডেল। তাদের চিকিৎসা সেবায় স্ট্রোক ইউনিট যুক্ত হওয়ায় রোগীর সেবার মান আরো উন্নত হবে বলে আমি আশাবাদী।’
এএফ/০৫