জৈন্তাপুর মডেল থানার ব্যাডমিন্টন কোর্টের উদ্ধোধন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি


নভেম্বর ০৮, ২০২২
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২২
০২:৫৮ পূর্বাহ্ন



জৈন্তাপুর মডেল থানার ব্যাডমিন্টন কোর্টের উদ্ধোধন

সিলেটের জৈন্তাপুর মডেল থানা প্রাঙ্গণে ব্যাডমিন্টন কোর্টের উদ্ধোধন করা হয়েছে। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন  রবিবার (৬ নভেম্বর) রাত ১০টায় জৈন্তাপুর মডেল থানার আয়োজনে থানা কমপ্লেক্স মাঠে এর উদ্বোধন করেন। 

থানার পুলিশ সদস্যরা দৈনন্দিন ডিউটির পাশাপাশি শারীরিক সক্ষমতা ধরে রাখতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের জন্য ব্যাডমিন্টন কোর্ট চালু করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ , জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি মো. আব্দুল করিম, গোয়াইনঘাট সার্কেল এএসপি প্রভাস কুমার, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুর রব ৷ এছাড়া জেলা পুলিশে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা পুলিশ সুপার বলেন আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নানা ধরণের কর্মকান্ডের মাধ্যমে পুলিশ সদস্যরা সেবা প্রদান করে যাচ্ছে ৷ পুলিশ সদস্যদের আনন্দ বিনোদনের জন্য থানা কমপ্লেক্স-এ ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে ৷ তাতে কিছুটা সময় পুলিশ সদস্যরা বিনোদন করতে পারবে ৷ জেলার প্রতিটা থানায় খোলাধুলার আয়োজন করা হচ্ছেে ৷’


আরকেএস-০১/এএফ-০৪