সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১১, ২০২২
০১:০২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১১, ২০২২
০১:০২ পূর্বাহ্ন
সাংবাদিক, লেখক, সংগঠক, সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ও এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য প্রয়াত রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় কলেজের কলা ভবনের ১০১ নং কক্ষে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ শোকসভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফুল কবির।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, ‘রেদ্বওয়ান ছিল সবার জন্য আদর্শিক এক তরুণ। সে বহুমুখী প্রতিভার অধিকারী ছিল। তাকে হারিয়ে আমরা শোকাহত।’ তিনি বলেন, ‘তাঁর বিভাগসহ কলেজের প্রতিটি কাজে পদচারণা ছিল রেদ্বওয়ানের। সাংবাদিক হিসেবে তাঁর কলমের শক্তি আমাদের শাণিত করেছে। পরপারে সে নিশ্চয়ই ভালো থাকবে।'
শোক সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ।
বিশেষ অতিথি ছিলেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. তোতিউর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আবদুল হামিদ সেলিম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কিরীটী পাল, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মহসিন আলী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শামিমা রসুল, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জেবিন আক্তার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ রায়, জকিগঞ্জ অনলাইন টিভির পরিচালক জামাল আহমদ।
শোক সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মো. জাবির মালিক।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আজহার উদ্দিন শিমুলের সঞ্চালনায় শোক সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার (৩রা নভেম্বর) বিকেলে সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত হন তরুণ সাংবাদিক, লেখক, ছড়াশিল্পী, সংবাদ পাঠক, কলাম লেখক, ইসলামি সংগীত শিল্পীসহ বহুমুখী প্রতিভার অধিকারী মেধাবী শিক্ষার্থী রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। তাঁর মৃত্যেুতে জকিগঞ্জে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
এএফ/০৬