কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২২
০৩:১৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৪, ২০২২
০৩:১৫ পূর্বাহ্ন
যুক্তরাজ্য ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলার কৃতি সন্তান জাহিদ দেওয়ান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হয়েছেন।
রবিবার (১৩ নভেম্বর) দুপুর ৩টায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জাহিদ দেওয়ানকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার, সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি নাজমুল আলম রুমেল, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সাবেক স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক হোসেন আহমদ, কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, সদস্য দিলোয়ার মাহমুদ রিপন, জাফর দেওয়ান, জামাল আহমদ জামাল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মীর আল মুমিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগ নেতা করম আলী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সিও ফয়জুর রহমান,
যুবলীগ নেতা আব্দুল খালেক, সাইফুল আলম, জাহাঙ্গীর আলম, মনির হোসেন, সাদ্দাম হোসেন, কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক আমির দেওয়ান, দপ্তর সম্পাদক নাঈম আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওমর আলী, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন দেওয়ান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবির আহমদ, ছাত্রলীগ নেতা আদনান আহমদ প্রমূখ।
এ সময় জাহিদ দেওয়ান উপস্থিত নেতাকর্মী ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনেরা কষ্ট করে বিমানবন্দরে উপস্থিত হয়ে ভালোবেসে আমাকে সম্মানিত করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আমাদেরকে আজকের মতো সব সময় সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে কাজ করে যাওয়ায় বিশ্বের কাছে বাঙ্গালিদের সম্মান বৃদ্ধি পেয়েছে। আগে বাঙ্গালিদের মিসকিন বলতো, অবহেলা করতো। এখন আর সেটা করে না। কারণ- শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেকটা এগিয়ে গিয়েছে। তাই বিশ্বের কাছে বাঙ্গালিদের মান-সম্মান বৃদ্ধি পেয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা রেমিটেন্স দেশে পাঠিয়ে ও বিভিন্ন ভাবে দেশের জন্য কাজ করছে।
যুক্তরাজ্য ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ দেওয়ান সংবর্ধিত হওয়ার পরে বিমানবন্দর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে কোম্পানীগঞ্জের বটেরতল গ্রামে নিজ বাড়ীতে নিয়ে যান আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।
এএফ/০১