শ্রীপুর পাথর কোয়ারীতে অভিযান, জরিমানা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি


নভেম্বর ১৪, ২০২২
০৪:০৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৪, ২০২২
০৪:০৪ পূর্বাহ্ন



শ্রীপুর পাথর কোয়ারীতে অভিযান, জরিমানা
ধরাছোয়ার বাহিরে পাথর খেকুরা

সিলেটের জৈন্তাপুর উপজেলার একমাত্র পাথর কোয়ারি শ্রীপুর। দীর্ঘ দিন ধরে সরকার কোয়ারিটি বন্ধ রেখেছে। সম্প্রতি পাথর কোয়ারি থেকে একটি চক্র সংশ্লিষ্ট প্রশাসনের নাম ভাঙিয়ে পাথর পাথর উত্তোলন করছে। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শনে আসলে বিষয়টি দৃষ্টি গোচর হয়। যার ফলে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

এলাকাবাসী রহিম মিয়া, জজু মিয়া, ইসমাইল হোসেন, কালা মিয়া, ফয়জুর রহমানসহ প্রায় ৩০-৩৫ জন ব্যবসায়ী জানান, সরকারের নিষেধাজ্ঞার কারনে শ্রীপুর পাথর কোয়ারী বন্ধ রয়েছে। অতি সম্প্রতি পাথরখেকু চক্রের সদস্য সাইদুর রহমান, আব্দুল জব্বার, সালেহ আহমদ, রফিক আহমদ সহ প্রায় ৩০-৪০ জনের একটি চক্র বন্ধ শ্রীপুর পাথর কোয়ারি হতে স্থানীয় প্রশাসনের নাম বলে উপজেলা ৩০ হাজার শ্রমিককে কর্মহীন রেখে সরকারি নিষেদাজ্ঞা অমান্য করে পাথর লুন্টন অব্যাহত রাখে। 

১০ নভেম্বর বৃহস্পতিবার সরকারি নির্দেশনায় পাথর কোয়ারী পরিদর্শন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উচ্চ পর্যায়ের গঠিত টিম। কোয়ারি পরিদর্শনের পর পর পাথরখেকু চক্রের সদস্যদের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের নাম বিক্রয় করে শ্রীপুর পাথর কোয়ারি থেকে দিনরাত সমান তালে পাথর লুন্টন অব্যাহত রাখে। যার ফলে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার আর আঙ্গুল ফলে কলাগাছে পরিণত হচ্ছে পাথরখেকু চক্র ও কতিপয় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু কর্মকর্তা কর্মচারীরা।

স্থানীয়রা আরও বলেন, সরকার কোয়ারি চালুর উদ্যোগ নিয়েছে। সেজন্য শ্রীপুর পাথর কোয়রির পাথর লুন্টন বন্ধ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের টিম স্থায়ীভাবে রাখার দাবি জানান। 

শুক্র ও শনিবার যথারীতি কোয়ারি হতে সাইদুর রহমান, সালেহ আহমদ, আব্দুল জব্বার, রফিক আহমদের নেতৃত্বে পাথর উত্তোলন হচ্ছে মর্মে স্থানীয় ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনকে জানান। যার পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (এসিল্যান্ড) বিপামনি দেবীর নেতৃত্বে শ্রীপুর পাথর কোয়ারিতে অভিযান পরিচালনা করি। এসময় বেশ কিছু পাথর জব্দ করেন। একাজে সংশ্লিষ্ট থাকায় কয়েকজন শ্রমিককে ৩০ হাজার টাকা জরিমান করা হয়। অভিযানে জৈন্তাপুর মডেল থানার পুলিশ অংশনেন। 

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (এসিল্যান্ড) বিপামনি দেবী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করি। এসময় বেশ কিছু পাথর জব্দ করা হয়েছে। পাথর উত্তোলনে জড়িত থাকায় প্রাথমিকভাবে বেশ কয়েকজন শ্রমিকককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এখন হতে শ্রীপুর পাথর কোয়ারীতে নিয়মিত অভিযান পরিচালনা করো হবে। 


আরকেএস-০১/এএফ-০৩