ফেঞ্চুগঞ্জে এক কিশোরের আত্মহত্যা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১৫, ২০২২
০১:৫৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৫, ২০২২
০১:৫৭ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে এক কিশোরের আত্মহত্যা

ফেঞ্চুগঞ্জে মা-বাবার সঙ্গে অভিমান করে আন্তহত্যা করেছে এক কিশোর । তার নাম সাগর মৃধা(১৬)। তিনি উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের মোমিনছড়া চা বাগানের সুরেশ মৃধার ছেলে।

রোববার রাত ১১টার দিকে উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকা থেকে পুলিশ কিশোরের মরদেহ উদ্ধার করে।

জানা যায়, রোববার রাতে সাগরের সঙ্গে মা-বাবার কথা কাটাকাটি হয়। এরপর পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পিছনে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মা-বাবার সঙ্গে অভিমান করে সাগর আত্মহত্যা করেছে।


এসই/০৩