নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২২
০৮:২৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৬, ২০২২
০৯:০০ পূর্বাহ্ন
সিলেটে ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’–এর দুই দিনব্যাপী ইজতেমা পেছাতে বলেছে পুলিশ। ইজতেমা ঘিরে ‘অপ্রীতিকর ঘটনার’ আশঙ্কা থেকে মঙ্গলবার রাতে সংগঠনটির নেতাদের এ নির্দেশনা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস। দক্ষিণ সুরমার পারাইরচকের সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে আগামী বৃহস্পতি ও শুক্রবার এ ইজতেমা হওয়ার কথা ছিল।
এদিকে আগামী শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইজতেমা কেন্দ্র করে বিএনপির সমাবেশে জনসমাগম বেশি হবে, কয়েক দিন ধরে সিলেটে এমনটি আলোচনায় ছিল।
বিএনপির সমাবেশ কেন্দ্র করে ইজতেমা পেছানোর নির্দেশনা দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নে অতিরিক্ত উপ কমিশনার সুদীপ দাস বলেন, এমন কোনো তথ্য তার কাছে নেই। মূলত ওই দুই দিনের ইজতেমায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেন গোয়েন্দা সূত্রে তথ্য আসে। এরপর সংগঠনটিকে ইজতেমা পেছাতে বলা হয়েছে। তিনি বলেন, এর আগে পুলিশের পক্ষ থেকে ইজতেমা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল।
১২ নভেম্বর সংবাদ সম্মেলনের আয়োজন করে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এদিকে আগামী ১৭ ও ১৮ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) সিলেটে ইজতেমার আয়োজন করতে যাচ্ছে অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’। এ লক্ষ্যে আয়োজকরা ইতোমধ্যে দক্ষিণ সুরমার পারাইরচকস্থ সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে প্যান্ডাল ও মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছেন।
তবে পুলিশের এ নির্দেশার পরই ইজতেমার আয়োজনস্থলে থাকা ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমির মুফতি মাওলানা মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভীসহ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এসময় ইজতেমা নির্ধারিত তারিখ অনুযায়ী বাস্তবায়ন করার দৃঢ় ঘোষণা দেন তারা। এমতাবস্থায় সিলেটে ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র ইজতেমা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।
এদিকে, আয়োজক কমিটির ‘ইজতেমা বাস্তবায়নের’ ঘোষণার পর এখন পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দুহা পিপিএম ইজতেমাস্থল থেকে জানান এই মুহুর্তে এ বিষয়ে চূড়ান্ত কিছু জানানো সম্ভব নয়। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিচ্ছেন।
এসই/০৮