নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২২
০১:২৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৭, ২০২২
০১:২৮ পূর্বাহ্ন
সিলেটে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশে’র ইজতেমা পেছাতে পুলিশের নির্দেশনার পর তৈরি জটিলতার অবসান হয়েছে। আঞ্জুমানে হেফাজতের নেতৃবৃ্ন্দের সঙ্গে পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার যথাসময়ে ইজতেমার কার্যক্রম শুরু হলেও শুক্রবার সকাল ১০টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।
আজ বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বৈঠক শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (অতিরিক্ত-গণমাধ্যম) সুদ্বীপ দাস।
তিনি বলেন, ‘সিলেট মহানগর পুলিশ কমিশনারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগে সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ নেতৃবৃন্দের সভায় সর্বসম্মতিক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’
তিনি বলেন, ‘সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার ফজরের পর ইজতেমা শুরু হবে। তবে শুক্রবার সকাল ১০টার মধ্যে ইজতেমার কার্যক্রম শেষ করতে হবে।’
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দুই দিনব্যাপী ইজতেমা ১৭ ও ১৮ নভেম্বর সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকের সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার ফজরের পর শুরু হয়ে শুক্রবার জুমআর নামাজের পর ইজতেমা শেষ হওয়ার কথা ছিল। সে অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করার পর গত মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে ইজতেমা পেছানোর নির্দেশনা দেওয়া হয়। ইজতেমা ঘিরে ‘অপ্রীতিকর ঘটনা’র শঙ্কায় মঙ্গলবার রাতে সংগঠনের নেতাদের এ নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকেই এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল।
এদিকে আগামী শনিবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইজতেমা কেন্দ্র করে বিএনপির সমাবেশে জনসমাগম বেশি হবে, কয়েক দিন ধরে সিলেটে এমনটি আলোচনায় ছিল। এরকম আলোচনার মধ্যে পুলিশের এমন নির্দেশনা আসে।