সিলেটে ১৯ নভেম্বর পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৭, ২০২২
০২:১১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৭, ২০২২
০২:২২ পূর্বাহ্ন



সিলেটে ১৯ নভেম্বর পরিবহন ধর্মঘট

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন ১৯ নভেম্বর শনিবার পরিবহন ধর্মঘট ডেকেছে সিলেট জেলা পরিবহন মালিক সমিতি।

শনিবার ভোর ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আজ বুধবার (১৬ নভেম্বর) সভা শেষে রাত সোয়া ৯টার দিকে বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ।  

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে এই ধর্মঘটন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের নিজস্ব দাবি আদায়ের জন্য এই ধর্মঘট।’ এরপর ধর্মঘটের কারণ তুলে ধরে তিনি বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশার নতুনভাবে রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ এবং এসব অটোরিকশার উভয় পাশে গ্রীল লাগানোর দাবিতে আমরা সর্বশেষ ৭ নভেম্বর বিভাগীয় কমিশনার বরাবর আমরা স্মারক লিপি দেই। সে সময় সিদ্ধান্ত ছিল ১২দিনের মধ্যে কোনো ফল না পেলে পরিবহন ধর্মঘট করবো। সে অনুযায়ী কোনো ফলাফল না আসায় আমরা পূর্ব  সিদ্ধান্ত অনুযায়ী ধর্মঘটের ঘোষণা এসেছে।’

এএফ/০৫