বিএনপির গণসমাবেশের আগে ছাত্রলীগের শোডাউন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৮, ২০২২
০৪:৪৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৮, ২০২২
১০:৪১ পূর্বাহ্ন



বিএনপির গণসমাবেশের আগে ছাত্রলীগের শোডাউন

সিলেটে বিএনপির গণসমাবেশ আগামী শনিবার। তার দুইদিন আগে আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে নগরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ছাত্রলীগ। পরে বিএনপির গণসমাবেশস্থলের অনতিদূরে নগরের  চৌহাট্টায় তারা অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। 

জানা গেছে, আজ বিকাল পৌনে ৪টার দিকে শতাধিক মোটরসাইকেলযোগে স্লোগান দিতে দিতে পূর্ব জিন্দাবাজার থেকে জিন্দাবাজার পয়েন্ট হয়ে চৌহাট্টা পয়েন্টে আসেন সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা বিএনপিবিরোধী স্লোগান দিতে থাকেন।  এসময় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা যায়। পরে পুলিশ এসে ছাত্রলীগের নেতাকর্মীদের জিন্দাবাজারের দিকে সরিয়ে দেয়।  এসময় মোটরসাইকেল বহর জিন্দাবাজার হয়ে বন্দরবাজারের দিকে চলে যায়। 

সিলেট মহানগর পুলিশের (উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। রিকাবীবাজার ও চৌহাট্টা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। 


এএফ/০৬