সকাল থেকে মিছিলে মুখর সিলেটের রাজপথ

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৯, ২০২২
০৫:২৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৯, ২০২২
০৫:২৪ অপরাহ্ন



সকাল থেকে মিছিলে মুখর সিলেটের রাজপথ

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে সকাল থেকে সিলেট আলিয়া মাদ্রাসামুখি বিএনপির খণ্ড খণ্ড মিছিলে স্লোগান মুখর সিলেটের রাজপথ। সকাল ৯টার আগে থেকেই মিছিল মিছিল আসতে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে খণ্ড খণ্ড মিছিলের সংখ্যা।

আজ শনিবার (১৯ নভেম্বর) সকালে সাড়ে ১০ নগরের রায়নগর এলাকায় নাইওরপুল-টিলাগড় সড়ক ধরে একাধিক মিছিল যেতে দেখা যায়। মিছিলে অংশ নেওয়া শাহপরান এলাকার বিএনপি কর্মী হারুণ মিয়া বলেন, ‘অনেকদিন পর এত বড় মিছিল, সমাবেশ দেখে খুব ভালো লাগছে। সবাই উৎসবমুখর পরিবেশে সমাবেশে যাচ্ছেন।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নগরের চৌহাট্টাস্থ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখে েএরই মধ্যে প্রায় অর্ধেক মাঠ ভরে গেছে। কিছুক্ষণ পর পরই সেখানে মিছিল নিয়ে নেতাকর্মীরা ঢুকছেন। সমাবেশ মঞ্চও প্রস্তুত। টানানো হয়েছে গণসমাবেশের ব্যানার। মঞ্চে টানানো ব্যানারে রয়েছে দলের প্রতিষ্ঠান জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ছবি।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, দুপুরে জোহরের নামাজের পর থেকে সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুরু হবে তখন। এর আগে স্থানীয় নেতারা বক্তব্য দেবেন।


এএফ/০৪