জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২২
০২:১৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২২, ২০২২
০২:১৮ পূর্বাহ্ন
জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ আইন বিষয়ে উপজেলার কাজী, ইমাম ও নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলানায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
![]()
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এমএ।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিবাহ বন্ধনের দায়িত্বপ্রাপ্ত কাজীগণ, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন এবং উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ পুরুষ মহিলা সদস্যগন।
প্রশিক্ষনে বাল্য বিবাহ প্রতিরোধ আইন সর্ম্পকে এবং আইনের সুষ্ট প্রয়োগ সম্পর্কে তাদের অবহিত করা হয়। আইনটি জনস্বার্থে যথাযত পালনের জন্য সকলকে অনুরোধ জানান অনুষ্ঠানের অতিথিরা।
আরকেএস-০১/এএফ-০৮