গোলাপগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২২
০২:৪১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৭, ২০২২
০২:৪১ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি করার লক্ষ্যে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সিভি সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় এ-উপলক্ষ্যে গোলাপগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের পরিচালনায় সভায় বক্তব্যে রাখেন - জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমদ।
পরে পৌরসভা অডিটোরিয়ামে তিনটি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত গ্রহণ করেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এফএমএ-০১/এএফ-০৫