মুক্তি পেতে লড়াই করতে হবে : মুজাহিদুল ইসলাম সেলিম

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৮, ২০২২
০১:৩৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৮, ২০২২
০২:৫০ পূর্বাহ্ন



মুক্তি পেতে লড়াই করতে হবে : মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘আজকের কনভেনশন একদিনের ঘটনা নয়। ১০ দফা দাবির এই কনভেনশকে সামনে রেখে চা শ্রমিক-নেতারা মতবিনিময় করেছেন। সবাইকে এক করার জন্য পরিশ্রম করেছেন। এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। এই অমানুষিক জীবন থেকে মুক্তি পেতে লড়াই করতে হবে।’

আজ রবিবার (২৭ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চা শ্রমিক কনভেনশনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের সম্পদ বিদেশে পাচারের জন্য যুদ্ধ করিনি উল্লেখ করে তিনি বলেন, ‘আইন মোতবেক দেশের খাস-খতিয়ান ভূমিহীনরা পাবেন। কিন্তু আমরা চা বাগানের দিকে তাকালে দেখতে পাই, মালিকপক্ষ সব ভূমির মালিক আর চা শ্রমিকরা ভূমিহীন।’

সব ধরণের শ্রমিকের ন্যূনতম মাসিক মজুরি ২০ হাজার করতে হবে উল্লেখ করে কমরেড সেলিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ঘোষণা দিলেন, ১৭০ টাকা মজুরি। চা শ্রমিকরা আপনার প্রতি সম্মান দেখিয়ে মেনে নিলেন। কিন্তু ঘোষণার বাস্তবায়ন হলো না। আমরা জানি, সরকারি আদেশ না মানলে কোমরে দড়ি বাঁধা হয়। কিন্তু আশে না মানার কারণে বাগান মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন জানতে চাই। আপনি শ্রমিকদের চেয়ে মালিকদের প্রতি বেশি দরদ দেখালে আমরা আপনাকে সম্মান দেখাব না।’

সিপিবির সিলেট বিভাগীয় সমন্বয়ক আনোয়ার হোসেন সুমন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি এস এম শুভর উপস্থাপনায় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্য দেন সিপিবির সভাপতি কমরেড মো. শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদ।

এমজে/বিএ-০১