সিলেটে জামায়াতের আমির-সেক্রেটারিসহ ৭ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৯, ২০২২
১২:০৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২২
০২:০৬ পূর্বাহ্ন



সিলেটে জামায়াতের আমির-সেক্রেটারিসহ ৭ জন কারাগারে
হাজিরা দিতে গেলে তাকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত

সিলেট মহানগর জামায়াতের আমির, সেক্রেটারি ও মহানগর শিবিরের সভাপতিসহ সাত নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে একটি মামলায় হাজির দিয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা। কারাগারে পাঠানো নেতাদের মধ্যে চার জনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন, মহানগর নায়েবে আমির মুহাম্মদ ফখরুল ইসলাম নায়েবে আমির (সহসভাপতি) মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আল ফারুক। অন্য তিনজনের নাম জানা যায়নি।
এদিকে, জামায়াতের এক বিবৃতিতে দাবি করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসামূলক ‘গায়েবি’ মামলায় হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এটি ষড়যন্ত্রমূলক মামলা দাবি করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট অঞ্চল, জেলা ও মহানগর জামায়াত নেতারা।
তারা বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই মামলায় ইতোমধ্যে উচ্চ আদালত থেকে আগাম জামিন এবং নিয়মিত হাজিরা থাকা সত্তে¡ও জামিন নামঞ্জুর করে নেতাদেরকে কারাগারে প্রেরণের ঘটনায় সিলেটবাসী বিস্মিত।’ অবিলম্বে রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ ও সেক্রেটারি নজরুল ইসলাম, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, নায়েবে আমির উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও সেক্রেটারি জয়নাল আবেদীন, সিলেট মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব ও ড. নুরুল ইসলাম বাবুল।